অবসর নাকি সাময়িক বিরতি—ঘনীভূত রহস্য
প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অরিজিৎ সিংয়ের!
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১০:২৯
কোটি কোটি শ্রোতার হৃদয়ের গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) আর নতুন করে প্লেব্যাক গান না করার ঘোষণা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে নিজেই এই বড় সিদ্ধান্তের কথা জানান তিনি। অরিজিতের এমন ঘোষণায় রীতিমতো শোকস্তব্ধ তাঁর অনুরাগী মহল। প্রশ্ন উঠছে—তবে কি অবসরের পথেই হাঁটছেন বলিউডের এই জনপ্রিয় প্লেব্যাক গায়ক?
অরিজিতের গান ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। তাঁর কণ্ঠ অনায়াসেই শ্রোতাদের নিয়ে যায় এক ভিন্ন আবেগের জগতে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ আমি গ্রহণ করব না। এখানেই ইতি টানছি। এই সফরটা সত্যিই দুর্দান্ত ছিল।”
এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন গায়ক, সে বিষয়ে এখনও কিছুই স্পষ্ট করেননি তিনি। যদিও বিভিন্ন সূত্রের দাবি, এটি স্থায়ী অবসর নয়—বরং কণ্ঠের বিশ্রামের জন্য সাময়িক বিরতি নিতে পারেন অরিজিৎ। তবে এ নিয়ে তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘দিলওয়ালে’-এর ‘গেরুয়া’, কিংবা ‘জওয়ান’-এর ‘চল্লেয়া’—গত এক দশকে অরিজিৎ সিং মানেই ছিল সুপারহিট গানের গ্যারান্টি। প্রেমের গান হোক বা বিরহের সুর, বলিউডে অরিজিতের কণ্ঠ যেন অপরিহার্য হয়ে উঠেছিল। শুধু ভারত নয়, বিশ্বজুড়েও রয়েছে তাঁর বিপুল জনপ্রিয়তা। ফলে এই আকস্মিক ঘোষণায় চাপে পড়েছেন বলিউডের নামী-দামি সংগীত পরিচালকরাও।
অরিজিতের পোস্টের নিচে মুহূর্তের মধ্যেই উপচে পড়েছে মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, “আপনার গান ছাড়া আমাদের দিন চলে না, দয়া করে এমন সিদ্ধান্ত নেবেন না।” আবার কেউ মত দিয়েছেন, “শিল্পীর নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।”
এখনও পর্যন্ত অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্তের পেছনের আসল কারণ রহস্যই রয়ে গেছে। অনেক অনুরাগীর ধারণা, এটি হয়তো কোনো নতুন গান বা অ্যালবাম প্রকাশের আগাম প্রচারণা। সময়ই বলে দেবে—এটি সত্যিই বিদায়, নাকি শুধুই ক্ষণিকের বিরতি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।