মেট্রোতে হাতল ধরে ব্যায়াম, বরুণ ধাওয়ানকে সতর্কবার্তা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:৪০
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান সমালোচনার মুখে পড়েছেন মুম্বাই মেট্রোর চলন্ত ট্রেনে হাতল ধরে পুল-আপস করার ভিডিও শেয়ার করার কারণে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ তাকে সতর্ক করেছেন।
কর্তৃপক্ষের অফিসিয়াল বার্তায় বলা হয়েছে, “আপনার অ্যাকশন সিনেমার মতো ভিডিও হলেও, মেট্রোতে এই ধরনের কাজ নিরাপদ নয়। হাতলগুলো ঝুলে থাকার জন্য নয়, তাই এ ধরনের কর্মকাণ্ড করা বিপজ্জনক এবং দণ্ডনীয় অপরাধ।” মেট্রো রেলওয়ে আইন ২০০২ অনুযায়ী এ ধরনের কাজ সরকারি সম্পত্তির ক্ষতি বা বিশৃঙ্খলা সৃষ্টি হিসেবে গণ্য হবে, যার জন্য জরিমানা বা কারাদণ্ডও হতে পারে।
বরুণ ধাওয়ান বর্তমানে তার নতুন সিনেমা ‘বর্ডার টু’–এর সাফল্য উদযাপন করছেন। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ সিং, এবং এতে বরুণের সঙ্গে অভিনয় করেছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেঠি। এটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ১৯৯৭ সালের ‘বর্ডার’ সিনেমার সিক্যুয়েল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।