করাইকুডিতে বিজয় ও অজিতের ভক্তদের সংঘর্ষ, সিনেমা হলে অশান্তি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৫
দক্ষিণী সিনেমার ভক্তপ্রীতি কখনো কখনো অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষত দুই সুপারস্টার থালাপতি বিজয় ও অজিত কুমার এর ভক্তদের মধ্যে টানাপোড়েন নতুন নয়। তবে সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে এই দ্বন্দ্ব ফের ভয়ংকর রূপ নেয়।
তামিলনাড়ুর করাইকুডিতে একটি মাল্টিপ্লেক্সে সংঘটিত হওয়া ঘটনার সময় অজিতের ভক্তরা বিজয়ের এক ভক্তকে বেধড়ক মারধর করেন, যা পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
ঘটনাটি ঘটে ২৫ জানুয়ারি। অজিত অভিনীত ছবি ‘মানকাথা’ ২৩ জানুয়ারি পুনর্মুক্তি পায়। ছবিটি দেখতে এসে বিজয়ের এক ভক্ত সিনেমা হলে উপস্থিত হন। অভিযোগ, সিনেমা চলাকালীন তিনি বিজয়ের দলীয় পতাকা নেড়ে অজিতের ভক্তদের রাগ উসকে দেন।
ক্ষিপ্ত হয়ে অজিতের ভক্তরা তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করেন। মারধরের সময় তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় এবং অর্ধনগ্ন অবস্থায় আঘাত করা হয়। এই ঘটনা ভিডিও হিসেবে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা বিজয়ের ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।
ঘটনার সময় সিনেমা হলে ভাঙচুর করা হয় এবং পটাকা ফাটানো হয়। করাইকুডির পান্ডিয়ান সিনেমাসের মালিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হস্তক্ষেপের জন্য বাধ্য হন।
এই অশান্তি ঠেকাতে দুই তারকা বিজয় ও অজিত ভক্তদের শান্ত থাকার বার্তা দেন এবং সতর্ক করেন যে, আবেগের বশে এমন হিংসাত্মক আচরণ গ্রহণযোগ্য নয়।
এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে—তারকা ভক্তদের উচ্ছ্বাসের সীমারেখা কোথায় শেষ হওয়া উচিত?
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।