মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

করোনায় আক্রান্ত পিএসজি কোচ মাউরিসিও

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২১, ১৬:২৬

কোচ মাউরিসিও পচেত্তিনো

করোনায় আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) নতুন কোচ মাউরিসিও পচেত্তিনো।

লিগ ওয়ানে শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে অ্যাঙ্গার্সের মুখোমুখি হবেন নেইমার-এমবাপ্পেরা। শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে তাদের প্রতিপক্ষ মঁপেলিয়ার। করোনা আক্রান্ত হওয়ায় এই দুই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না আর্জেন্টাইন কোচ পচেত্তিনো।

প্যারিস সেন্ট জার্মেই এক বিবৃতিতে জানায়, স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে আছেন পচেত্তিনো। তার পরিবর্তে অ্যাঙ্গার্সের বিপক্ষে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ জেসুস পেরেজ এবং মিগুয়েল ডি'আগস্টিনো।

প্রসঙ্গত, এস্পানিওলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন পচেত্তিনো। এরপর সাউদাম্পটন ও টটেনহামের দায়িত্ব পালন করেন। প্যারিস-টমাস টুখেল বরখাস্ত হওয়ার পর নেইমার-এমবাপ্পেদের কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top