হজম করে মরতে পারব না—পদত্যাগ করে একি বললেন তাজনূভা!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৭

সংগৃহীত

এনসিপিতে ভাঙনের আগুন এবার আরও দাউদাউ করে জ্বলে উঠল। তাসনিম জারার পর এবার দল ছাড়লেন এনসিপির অন্যতম পরিচিত মুখ ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। আজ দুপুরে এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন—পদত্যাগই এখন তাঁর একমাত্র সম্মানজনক পথ।

তাজনূভার অভিযোগ বেশ গুরুতর। জামায়াতের সাথে আসন সমঝোতার বিষয়টিকে তিনি ‘পরিকল্পিত প্রতারণা’ হিসেবে দেখছেন। তাঁর ভাষ্যমতে—যে জিনিস তিনি হজম করে মরতেও পারবেন না, তা হলো আদর্শের বিসর্জন। ঢাকা-১৭ আসনের এই প্রার্থী এখন স্বতন্ত্র লড়াইয়ের মাঠ থেকেও সরে দাঁড়িয়েছেন।

অস্থিরতা কেবল তাজনূভাতেই সীমাবদ্ধ নয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও হুঁশিয়ারি দিয়েছেন—জামায়াতের সাথে এই সমঝোতা এনসিপিকে কঠিন মূল্য চুকিয়ে দিতে বাধ্য করবে। এরই মধ্যে মীর আরশাদুল হক ও তাসনিম জারা দল ছেড়েছেন।

৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে শেষ মুহূর্তে মাত্র ৩০টি আসনের জন্য বড় দলের লেজুড়বৃত্তি—তারুণ্যের এই দলটি কি তবে আঁতুড়ঘরেই মুখ থুবড়ে পড়ল?

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top