বেগম খালেদা জিয়া আর নেই

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।

 

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২৩ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সিসিইউতে চিকিৎসা চলছিল। মৃত্যুর সময় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

‎বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top