রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

আবু সাঈদ হত্যা মামলা ,সিসিটিভি ফুটেজ প্রদর্শন করে ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি প্রসিকিউশনের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৮:৫৭

সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনগত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। শুনানিতে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ ট্রাইব্যুনালে প্রদর্শন করে বেরোবির তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানায় প্রসিকিউশন।

রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্যানেলের অপর সদস্য ছিলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয় ও শেষ দিনে মামলার দালিলিক সাক্ষ্য হিসেবে সিসিটিভি ফুটেজের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। শুনানিকালে ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের সময় বেরোবি ক্যাম্পাসের মূল ফটকের সিসিটিভি ফুটেজ ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়।

প্রসিকিউটর মিজানুল ইসলাম ভিডিওচিত্রটি বিশ্লেষণ করে ট্রাইব্যুনালকে দেখান, ঘটনার সময় কোন আসামি কোথায় অবস্থান করছিলেন এবং তাদের ভূমিকা কী ছিল। প্রসিকিউশনের দাবি, ওই ফুটেজে আসামিদের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও অপরাধের ধরন সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম ট্রাইব্যুনালকে উদ্দেশ করে বলেন, “এই পর্বে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হওয়ার পরপরই আদালতে আসামিপক্ষের আইনগত যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top