ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে অংশ নিলেন জামায়াতে ইসলামের শীর্ষ নেতা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৮:৫০
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নেন হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। হাইকমিশনার প্রণয় ভার্মা মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান।
মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠানে ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।