রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে অংশ নিলেন জামায়াতে ইসলামের শীর্ষ নেতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৮:৫০

সংগৃহীত

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নেন হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। হাইকমিশনার প্রণয় ভার্মা মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান।

মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠানে ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top