বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

হবিগঞ্জ-৪

ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীর সম্পদ-আয় ও প্রার্থীদের তালিকা

রাজনীতি ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৯

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী হচ্ছেন আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় জানা যায়, তাহেরীর বাৎসরিক আয় ৮ লাখ ৪০ হাজার ২৯২ টাকা। তার ব্যাংক আমানত থেকে মুনাফা হয়েছে ২২ হাজার ৮৯২ টাকা, বাকি আয় এসেছে ব্যবসা ও কৃষিখাত থেকে।

হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা। তার স্ত্রীর নামে কোনো অস্থাবর সম্পদ না থাকলেও, নিজের নামে রয়েছে ৩১ ভরি স্বর্ণসহ প্রায় ৭০ লাখ ৪ হাজার ৮৯২ টাকা মূল্যের অস্থাবর সম্পদ।
অস্থাবর সম্পদের মধ্যে উল্লেখযোগ্য:

  • হাতে নগদ ৪১ হাজার ২৮৬ টাকা

  • ব্যাংকে জমা ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা

  • আসবাবপত্র ও উপহার ৫ লাখ টাকা

স্থাবর সম্পদের মধ্যে এলাকায় তার নামে রয়েছে ২৪৬ শতক জমি।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তাহেরীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে; যার মধ্যে দুটি বিচারাধীন এবং একটি চার্জশিটের অপেক্ষায়। তিনি শিক্ষাগত যোগ্যতা হিসেবে আলিম পাস উল্লেখ করেছেন।

হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪০ হাজার ৯০ জন এবং নারী ভোটার ২ লাখ ৭১ হাজার ১৮০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন দুজন।

এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১০ জন প্রার্থী। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন:

  • বিএনপির এস এম ফয়সল

  • খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের

  • এবি পার্টির মোকাম্মেল হোসেন

  • মুসলিম লীগের শাহ মো. আল আমিন

  • বাসদের মো. মুজিবুর রহমান

  • সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন

  • ইনসানিয়াত বিপ্লবের মো. রেজাউল মোস্তফা

  • স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজন

  • মো. মিজানুর রহমান চৌধুরী



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top