রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

কাল থেকে অনুশীলন করতে পারবেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২১, ০১:১১

কাল থেকে অনুশীলন করতে পারবেন টাইগাররা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডে পৌঁছেছে আজ সাতদিন। এই সাতদিনই ঘরবন্দি টাইগাররা। আরো সাতদিন কোয়ারেন্টাইন পালন করতে হবে। তবে, এই সাতদিনে নিয়ম কিছুটা শিথিল থাকবে।

বুধবার (০৩ মার্চ) থেকে ছোট গ্রুপ করে হালকা পরিসরে অনুশীলন শুরু করতে পারবেন তামিম-মুশফিকরা।

মঙ্গলবার (০২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টাইগার পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘সাতদিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ। আরো সাতদিন এভাবে থাকতে হবে। তবে, আগামীকাল (বুধবার) থেকে ইনশাআল্লাহ আমরা ছোট পরিসরে অনুশীলন করতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

করোনায় এখন বদলে গেছে পুরো পৃথিবী। আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনেও এখন যোগ হয়েছে নতুন অনেক নিয়ম। যেকোনো সিরিজের আগে কোয়ারেন্টাইন বিষয়টি বাধ্যতামূলক হয়ে গিয়েছে। তাই সিরিজের সময়ও বাড়ছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top