যুক্তরাষ্ট্রে পতাকা পোড়ালে এক বছরের জেল, ভিসা বাতিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫, ১২:১৮

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন—যেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে এক বছরের কারাদণ্ড হবে। কোনো আগাম মুক্তি বা ছাড় নেই।

আল জাজিরা সূত্রে জানা গেছে, আদেশে আরও বলা হয়েছে—যদি বিদেশি কেউ এ কাজ করে, তার ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে।

তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ১৯৮৯ সালেই রায় দিয়েছিল, পতাকা পোড়ানো মতপ্রকাশের স্বাধীনতার অংশ এবং সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে এটি সুরক্ষিত।

কিন্তু ট্রাম্প মনে করছেন, পতাকা পোড়ানো তাৎক্ষণিকভাবে আইনবিরোধী কার্যক্রম উসকে দিতে পারে। তার ভাষায়—যদি কেউ পতাকা পোড়ায়, তাকে এক বছরের জন্য জেলে যেতে হবে। আর সেটাই পতাকা পোড়ানো বন্ধ করবে।

এই আদেশের তীব্র সমালোচনা করেছে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলো। তাদের মতে, এটি নাগরিক স্বাধীনতার মূলভিত্তিকে আঘাত করছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top