রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

একুশে পদকপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ২৩:২৮

একুশে পদকপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দিনগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী এবাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

উল্লেখ্য, ১৯৩৬ সালে ফেনীতে জন্ম গ্রহণ করেন কাজী এবাদুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ১৯৫২ সালে ফেনীতে ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন এবাদুল হক। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন তিনি। তার স্ত্রী অধ্যাপক শরীফা খাতুনও ২০১৭ সালে একুশে পদক অর্জন করেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top