চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে
মোহাম্মদপুরে ৯ হত্যার মামলায় নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে চার্জ গ্রহণ
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ১০:২৩
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গ্রহণ করেছেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। আদালত গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন:
-
নাঈমুল হাসান রাসেল (নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মোহাম্মদপুর থানা শাখার সভাপতি)
-
সাজ্জাদ হোসেন (সহ-সভাপতি)
-
ওমর ফারুক
-
ফজলে রাব্বি
অন্যদিকে, নানক ও তাপসসহ পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদের আগামী ২৯ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন:
-
ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান
-
সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার
-
সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন শহীদ হন। এই ঘটনায় পর্যাপ্ত তথ্যপ্রমাণ ও ভিডিওসহ ৫০ জন সাক্ষী রয়েছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।