নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’-তে শিশু নির্যাতন, স্কুল ব্যবস্থাপক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫২
রাজধানীর নয়াপল্টনে অবস্থিত ‘শারমিন একাডেমি’ নামের একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি ও স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মিরপুর থেকে তাকে ধরা হয়।
ঘটনা ঘটে গত ১৮ জানুয়ারি, যখন মাত্র সাত দিন আগে স্কুলে ভর্তি হওয়া চার বছর বয়সী এক শিশুকে শিক্ষকদের হাতে নির্মমভাবে নির্যাতন করা হয়। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়।
এর আগে স্কুলের অফিসকক্ষে শিশুটিকে নির্যাতন করার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা শিশুটিকে প্রধান শিক্ষক শারমিন জাহান একটি কক্ষে টেনে নিয়ে যান এবং প্রথমে তাকে চড় দেন। পরে শিশুটির ওপর চড়াও হন শারমিন জাহানের স্বামী ও স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার।
ভিডিওতে দেখা যায়, পবিত্র কুমার শিশুটির গলা ও মুখ চেপে ধরছিলেন এবং হাতে স্ট্যাপলার নিয়ে শিশুটিকে ভয় দেখাচ্ছিলেন। একপর্যায়ে শিশুটি নারীর শাড়িতে থুতু ফেললে পুরুষটি শিশুর মাথায় ঝাঁকি দিয়ে তাকে কষে ধরেন।
ঘটনার পর অভিযুক্তরা পলাতক ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার পবিত্র কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।