শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

দেশে একদিনে করোনায় মৃত্যু ৫ জনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ০৪:৫৫

দেশে একদিনে করোনায় মৃত্যু ৫ জনের

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৮৯ জন। সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে মোট ২৭ হাজার ৮২৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৯৮১ জন। এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১৩ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩১ হাজার ৭৪০ জন হলো।

জানা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ দুইজন ও নারী তিনজন। তাদের মধ্যে পঞ্চাশোর্ধ দুইজন এবং ষাটোর্ধ তিনজন রয়েছেন। বিভাগীয় হিসাবে ঢাকা বিভাগের ২, চট্টগ্রামের ২ এবং খুলনা বিভাগের একজনের মৃত্যু হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top