ভুয়া ফটোকার্ডে শেখ হাসিনার আকুতি—আসল ঘটনা যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জুলাই ২০২৫, ১৭:১৫

আমি মারা গেলে নিজের দেশে আজিমপুর কবরস্থানে হলেও আমাকে দাফন করিও—শেখ হাসিনা। এই কথাটি বলে দাবি করা একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো—এই কথাটি সত্যিই বলেছেন শেখ হাসিনা? নাকি এটি ভুয়া?
অনুসন্ধানে নামে ফ্যাক্টচেক প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার। তারা জানায়—একাত্তর টিভির লোগোসহ এই ফটোকার্ডটি আসল নয়। এটি ডিজিটালভাবে এডিট করা। মূল ফটোকার্ডে লেখা ছিল—শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ। কিন্তু ভাইরাল হওয়া ছবিতে তার বদলে লেখা হয়েছে কথিত কবরের আকুতি।
ফন্ট, ভাষা ও ডিজাইনে গড়মিল স্পষ্ট। আসল প্রতিবেদনে বলা হয়েছে—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী শুনানি ২৫ জুন ধার্য করা হয়েছে। কিন্তু কোথাও শেখ হাসিনার পক্ষ থেকে কবর নিয়ে এমন কোনো মন্তব্য করা হয়নি। স্পষ্টভাবে বললে—এই ফটোকার্ডটি ভুয়া এবং মনগড়া তথ্য ছড়ানো হয়েছে জনমনে বিভ্রান্তি তৈরি করতে। সতর্ক থাকুন, যাচাই করে বিশ্বাস করুন। আপনার শেয়ার করা একটুকু তথ্য কাউকে বিভ্রান্ত করতে পারে—আরেকটু সচেতনতা সমাজকে বাঁচাতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।