সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

স্মরণ নয়, প্রতিরোধের বার্তা—২ আগস্ট কইলজ্যা কাঁপানো আয়োজনে ডাক পড়েছে সাহসের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১৪:৪০

ছবি: সংগৃহীত

এক বছর আগে বাংলাদেশের ইতিহাসে লেখা হয়েছিল এক সাহসী অধ্যায়—জুলাই গণ-অভ্যুত্থান। আর সেই অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে এবার বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে দৃশ্যমাধ্যম সমাজ- নামের প্রগতিশীল শিল্পীদের সংগঠন।

কর্মসূচির নাম: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন। তারিখ: ২ আগস্ট। স্থান: জাতীয় জাদুঘর, ঢাকা। রোববার, ১৩ জুলাই, ঢাকার শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন নির্মাতা আকরাম খান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, জাহিন ফারুক আমিন এবং অভিনেত্রী ফারিহা শামস সেওতি।

কী থাকছে এই আয়োজনে? থাকছে শহীদি মিছিল, দেয়ালচিত্র নির্মাণ, আলোচনা সভা, গান, কবিতা, থিয়েটার পারফরম্যান্স, চলচ্চিত্র প্রদর্শনী, পোস্টার ও মিম প্রদর্শনী—মানে, প্রতিবাদ আর সংস্কৃতির এক জীবন্ত মিলনমেলা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—সংগীতশিল্পী কৃষ্ণকলি ইসলাম, নির্মাতা তানিম নূর, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, মডেল আসাদুজ্জামান আসাদসহ অনেকেই। সবাই একবাক্যে বললেন—জুলাই অভ্যুত্থান ছিল শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, এটি ছিল এক সাংস্কৃতিক জাগরণ।

আয়োজকরা বলছেন, এই কর্মসূচির লক্ষ্য শুধু স্মরণ নয়, বরং ভবিষ্যতের সাংস্কৃতিক সংগ্রামের রূপরেখা তৈরি করা। এক বছর আগে আমরা যেভাবে দাঁড়িয়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে, এবারও চাই সেই ঐক্য, সেই সাহস। ২ আগস্ট—স্মরণ হবে সাহসের, প্রতিবাদের, এবং সংস্কৃতির! আপনিও এই ইতিহাসের অংশ হোন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top