সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আসছে উচ্চকক্ষ? জাতীয় সংসদে বড় পরিবর্তনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১৭:০৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসছে উচ্চকক্ষ? এবার হতে পারে বড় রাজনৈতিক পরিবর্তন! জাতীয় সংসদের ‘উচ্চকক্ষ’ গঠন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন নতুন এক প্রস্তাব দিয়েছে—যেখানে বলা হয়েছে, উচ্চকক্ষের আসনসংখ্যা হবে ৭৬টি, এবং সব সদস্যই নির্বাচিত হবেন জনগণের সরাসরি ভোটে।

প্রতিটি জেলা এবং প্রতিটি সিটি করপোরেশন হবে একটি করে নির্বাচনী এলাকা। সেখান থেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন উচ্চকক্ষের সদস্যরা। নতুন প্রস্তাব অনুযায়ী, জাতীয় সংসদ (নিম্নকক্ষ) এবং উচ্চকক্ষ—দুই কক্ষের নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হবে।

এর আগে সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছিল—উচ্চকক্ষের নাম হবে সিনেট। সিনেট থাকবে মূলত আইন প্রণয়নের যাচাই-বাছাইকারী ও ব্যালেন্সিং ভূমিকা হিসেবে। এটি নির্বাহী ক্ষমতার ওপর একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে কাজ করবে।

এই প্রস্তাব আসে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের ১৩তম দিনে, যেখানে অংশ নিয়েছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। তাহলে কি এবার বাংলাদেশে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালু হতে যাচ্ছে? নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষও আসছে—যেখানে জনগণই ভোট দিয়ে নির্বাচিত করবে প্রতিনিধিদের? এই পরিবর্তন কি রাজনীতিতে স্বচ্ছতা ও ভারসাম্য আনবে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top