মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

২টি দিন, ১টি ইতিহাস! ১৪ ও ১৭ জুলাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ১৭:২০

ছবি: সংগৃহীত

১৪ জুলাই এখন আর শুধু একটি তারিখ নয়—এটি হয়ে উঠেছে প্রতিবাদের প্রতীক, নারীর সাহসিকতার ইতিহাস। আর ১৭ জুলাই—সন্ত্রাসের বিরুদ্ধে সংগঠিত ছাত্রসমাজের জেগে ওঠা।

এই দুটি দিনকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে এক ঐতিহাসিক ঘোষণা। প্রতি বছর ১৪ জুলাই পালন করা হবে ‘নারী শিক্ষার্থী দিবস’ এবং ১৭ জুলাই—‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’। এই সিদ্ধান্ত জানালেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

উপাচার্য বলেন—‘ছাত্র-জনতার এই অভ্যুত্থান আমাদের জন্য এক নতুন সুযোগ তৈরি করেছে। এই ইতিহাস আমরা রক্ষা করব সম্মানের সাথে।

১৪ জুলাই ২০২৪—প্রধানমন্ত্রীর রাজাকার মন্তব্যের প্রতিবাদে হলের তালা ভেঙে রাস্তায় নামে নারী শিক্ষার্থীরা। ঢাবি চত্বরে গর্জে ওঠে স্লোগান—‘তুমি কে, আমি কে—রাজাকার রাজাকার! আর ১৭ জুলাই—ছাত্রলীগের কোটা আন্দোলন বিরোধী নেতাদের হল থেকে তাড়িয়ে দেয় ছাত্রসমাজ। এই দিনকে স্মরণ করেই ঘোষণা করা হয়েছে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই দুটি দিন এখন থেকে থাকবে একাডেমিক ক্যালেন্ডারে। কারণ কিছু রাত শুধু ঘুমানোর জন্য নয়—কিছু রাত ইতিহাস গড়ে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top