শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোনের আগেই ভবিষ্যদ্বাণী? তদন্ত বলছে—বিভ্রান্তির ফাঁদ!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১৭:৪৩

ছবি: সংগৃহীত

২১ জুলাইয়ের ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠেছিল উত্তরার মাইলস্টোন স্কুল। একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারায় ৩০ জনেরও বেশি মানুষ, বেশিরভাগই স্কুলশিশু। সারাদেশে শোক, কান্না—ভবিষ্যৎ হারানোর ভয়।

ঠিক সেই ঘটনার আগের দিন, একটি অজানা ফেসবুক পেজে একটি পোস্ট—একটি ভবন ধ্বংস হবে, অনেক শিশু মারা যাবে। পেজের নাম—অ্যানোনিমাস মেইন পেজ।

দুর্ঘটনার পর এই পোস্ট রাতারাতি ভাইরাল হয়। ছড়িয়ে পড়ে গুজব—ঘটনা কি তবে পরিকল্পিত? কেউ কি আগে থেকেই জানত? তবে প্রযুক্তি গবেষকদের তদন্তে বেরিয়ে আসে এক ভিন্ন চিত্র।

এই পেজের মূল ঠিকানা নাইজেরিয়ায়। পেজটি একটি আন্তর্জাতিক স্ক্যাম চক্রের অংশ।  তারা ভবিষ্যদ্বাণীর ছলে বিভ্রান্তিকর পোস্ট দেয়—যাতে বেশি মানুষ ফলো করে। এরপর ওই ফলোয়ারদের টার্গেট করে অনলাইন জুয়া ও বেটিং সাইটের লিংক ছড়ায়।

প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ডিসমিসল্যাব জানায়, এমন অন্তত ২৫টির বেশি পেজ বাংলাদেশে আগুন, বিমান দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের ভবিষ্যদ্বাণী দিয়েছে। কিন্তু কখনই নির্দিষ্ট সময়, স্থান বা সত্যিকারের তথ্য মেলে না।

যখন দেশজুড়ে শোক, তখন এসব পেজের মিথ্যা ছড়ানো শুধু অনৈতিক না—বরং জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতির জন্য হুমকি। বিশেষজ্ঞরা বলছেন—এই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব থেকে দূরে থাকুন। তথ্য যাচাই করে বিশ্বাস করুন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top