বৃহঃস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

লিবিয়া থেকে ১৭৫ বাংলাদেশির নিরাপদ প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১৬:২৭

ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। আইওএম-এর সহায়তায় বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দল তাদের গ্রহণ করেন। তিনি লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত অভিবাসীদের উদ্দেশ্যে বলেন—ভবিষ্যতে বৈধ ও নিরাপদ পথে বিদেশ যাওয়া নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। এছাড়াও তিনি সবাইকে অবৈধ অভিবাসনের ঝুঁকি ও মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন।

এভাবে ১৭৫ জন বাংলাদেশি নিরাপদে দেশে ফিরে স্বজনদের সঙ্গে মিলিত হয়েছেন। দূতাবাস তাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ প্রত্যাবাসন সম্ভব।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top