সাঈদীর ওপর মায়া, তাই জানাজায় গিয়েছিলাম: সুখরঞ্জন বালি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১৮:০০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আলোচিত মামলার সাক্ষী সুখরঞ্জন বালি বলেছেন— সাঈদীর ওপর মায়া ছিল তার, তাই তিনি জানাজায় গিয়েছিলেন।
তিনি দাবি করেন, সাঈদী একজন ভালো ও সৎ মানুষ ছিলেন। এমপি থাকাকালে এলাকার উন্নয়নে কাজ করেছিলেন। এজন্যই লাখো মানুষের ভিড়ে সাঈদীর জানাজায় একাই বক্তব্য দেন তিনি।
কিন্তু বালি অভিযোগ করেন, সাঈদীর বিরুদ্ধে জোর করে সাক্ষ্য দিতে তাকে চাপ দেওয়া হয়। ২০১২ সালে আদালতে আসার পর সাদা পোশাকধারীরা তাকে তুলে নেয়, দুই মাসেরও বেশি সময় গুম করে রাখে এবং পরে ভারতে পাঠিয়ে দেয়। সেখানেই পাঁচ বছর জেলে ছিলেন তিনি। এ নিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাঈদীর বিচার হয়েছিল। মৃত্যুদণ্ডের রায় পরে কমে যাবজ্জীবন হয়। তবে এই মামলার সাক্ষী গুম হওয়ার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।