মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫

সংগৃহীত

বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাঁর দাবি, একটি বিশেষ গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের রাষ্ট্র—এটাই ছিল মুক্তিযুদ্ধের মূল ভিত্তি।

রাজধানীর খামারবাড়িতে বিএনপির 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন বাংলাদেশে দেড় বছরে এক কোটি লোকের কর্মসংস্থান করা হবে।

বিএনপি মহাসচিব ছাত্রদলকে উদ্দেশ করে বলেন, ৩১ দফা কর্মসূচি গ্রামে সেভাবে পৌঁছানো যায়নি। সক্রিয়তার ঘাটতির কারণেই বিগত নির্বাচনগুলোতে দল ভালো করতে পারেনি। এই ক্ষেত্রে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল মনে করেন, সব অপপ্রয়াসকে পরাজিত করে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব বিএনপিকেই নিতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top