ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন: ১৬ প্রবীণের করুণ মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২
গেল রোববার রাতের ঘটনা। ইন্দোনেশিয়ার ‘ওয়ের্ধা দামাই’ বৃদ্ধাশ্রমে ঠিক এই বিভীষিকাই নেমে এসেছিল। ১৬ জন প্রবীণ মানুষ, যারা জীবনের শেষ সময়টুকু শান্তিতে কাটাতে চেয়েছিলেন, তারা জীবন্ত পুড়ে ছাই হয়ে গেলেন।
রোববার রাত সাড়ে আটটা। মানাডো শহরের এই বৃদ্ধনিবাসে যখন আগুন লাগে, তখন অধিকাংশ নিবাসীই ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বার্ধক্যজনিত কারণে তারা দ্রুত ঘর থেকে বের হতে পারেননি। দমকল কর্মীরা ১২ জনকে উদ্ধার করতে পারলেও ১৬ জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে ঘরের ভেতর থেকেই।
ইন্দোনেশিয়ায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন নতুন কিছু নয়। এই মাসের শুরুতেই জাকার্তায় ২২ জন প্রাণ হারিয়েছিলেন একটি ভবনে। বারবার এমন ঘটনা প্রমাণ করছে, জননিরাপত্তা সেখানে কতটা নড়বড়ে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগের কথা বলা হলেও, দায়টা আসলে কার?
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।