এনসিপির আরও এক নেতা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১
ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল সোহাগ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এই ঘোষণা দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও পরিবর্তনের আকাঙ্ক্ষায় জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থান পরবর্তী একমাত্র মধ্যপন্থি রাজনীতির ভরসাস্থল ছিল। এই দল থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে আমি মনোনীত প্রার্থী হই। তবে মনোনয়ন পাওয়ার আগে আমি জানতাম না, দল মাত্র ৩০ সিটের জন্য আসন সমঝোতা করবে।”
তিনি আরও বলেন, “যেহেতু এখন দলের পজিশন পরিবর্তন হয়েছে, তাই আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করছি। নির্বাচনে আমি অংশগ্রহণ করছি না। দলের প্রতি আমার কমিটমেন্ট ভাঙিনি, কিন্তু গণঅভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি কমিটমেন্ট এখন বড় হয়ে দাঁড়িয়েছে।”
নাজমুল সোহাগের বক্তব্যে আরও উল্লেখ আছে, এনসিপি গঠনের সময় তার রাজনৈতিক স্বপ্নের মধ্যে ছিল গণতন্ত্রের সুষম চর্চা, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা ও বাংলাদেশপন্থা। তবে জোটগত কারণে দল এখন মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।
তিনি ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমে নির্বাচনের জন্য অনুদান নিয়েছিলেন এবং সেই অনুদান ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, “ক্ষমতার রাজনীতি করতে আসি নাই। সিট ভাগাভাগি করে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে আমি অংশগ্রহণ করব না। জনতার কথা ও নতুন রাজনীতির কথা বলব ইনশাল্লাহ।”
নাজমুল সোহাগ এ বিষয়ে বলেন, “দল থেকে প্রাথমিকভাবে আমাকে মনোনীত করেছিল। তাই নির্বাচনে অংশগ্রহণের জন্য মাঠে কাজ করেছি। কিন্তু দলের জোটগত কারণে আমি এ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।