‘নিহিলিস্ট পেঙ্গুইন’ অনলাইনে ভাইরাল, মানব জীবনের নিঃসঙ্গতার প্রতিফলন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৪:১১
২০০৭ সালের একটি পুরোনো ভিডিও ফুটেজ ২০২৬ সালে এসে ইন্টারনেটে নতুন করে ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায়, অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ বরফের প্রান্তরে একা একটি পেঙ্গুইন তার দল এবং সমুদ্রের বিপুল খাদ্যভাণ্ডার ছেড়ে বিপরীত দিকে, অর্থাৎ দুর্গম পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওকে ‘নিহিলিস্ট পেঙ্গুইন’ নামে প্রচলিত করা হয়েছে। নেটিজেনরা পেঙ্গুইনের উদ্দেশ্যহীন এই যাত্রাকে আধুনিক মানুষের মানসিক চাপ, জীবনের অস্তিত্ব সংকট এবং হতাশার প্রতীক হিসেবে দেখছেন। কেউ একে ‘নিহিলিজম’ বা জীবনবিমুখ দর্শনের সঙ্গে তুলনা করছেন, আবার কেউ এটিকে ‘কোয়ায়েট কুইটিং’-এর প্রতিফলন হিসেবে বিবেচনা করছেন।
ভিডিওটি মূলত জার্মান নির্মাতা ভার্নার হারজগের প্রামাণ্যচিত্র ‘Encounters at the End of the World’ থেকে নেওয়া।
বিজ্ঞানীরা এই আচরণের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। গবেষকদের মতে, পেঙ্গুইনরা মানুষের মতো দার্শনিক চিন্তায় লিপ্ত হয় না। এ ধরনের অস্বাভাবিক পথে যাত্রা সাধারণত শারীরিক অসুস্থতা, আঘাত বা মস্তিষ্ক বিভ্রান্তির কারণে ঘটে। সমুদ্র থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে স্থলভাগের দিকে যাত্রার শেষ পরিণতি প্রায় নিশ্চিত মৃত্যু। বিশেষজ্ঞরা বলছেন, এমন পেঙ্গুইনদের জোর করে ফিরালেও তারা পুনরায় বিপজ্জনক পথে ফিরে যাওয়ার প্রবণতা রাখে।
বিশেষজ্ঞদের মতে, ভিডিওটি পেঙ্গুইনের চেয়েও বেশি মানুষের নিঃসঙ্গতা, হতাশা ও জীবনের দিশা হারানোর অনুভূতির প্রতিফলন হওয়ায় এটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে।
সূত্র: এনডিটিভি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।