মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

বিশ্ব বাণিজ্যে নতুন সমীকরণ

দুই দশকের আলোচনার অবসান, ভারত–ইইউ যুগান্তকারী মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক | নয়াদিল্লি | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৫:৩১

দুই দশকের আলোচনার অবসান, ভারত–ইইউ যুগান্তকারী মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্তগ । রয়টার্স

ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি যুগান্তকারী মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘোষণা দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান অস্থির বাণিজ্যিক সম্পর্কের প্রেক্ষাপটে উভয় পক্ষই বিকল্প ও নিরাপদ অংশীদারিত্ব জোরদারে আগ্রহী হয়ে উঠেছে।

প্রায় দুই দশক ধরে চলা আলোচনার পর এই চুক্তির মাধ্যমে ভারতের বিশাল ও সুরক্ষিত বাজারে ইইউ দেশগুলোর প্রবেশ আরও সহজ হবে। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের জন্য ২৭ দেশের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্যের নতুন দ্বার খুলবে। বর্তমানে ইইউ ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।

মঙ্গলবার দেওয়া বক্তব্যে নরেন্দ্র মোদী বলেন, “গতকাল ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্বজুড়ে মানুষ একে ‘সব চুক্তির মা’ বলে আখ্যায়িত করছে। এই চুক্তি ভারতের ১.৪ বিলিয়ন মানুষ ও ইউরোপের লক্ষ লক্ষ মানুষের জন্য বিশাল সুযোগ সৃষ্টি করবে।”

মঙ্গলবারই নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ভারত–ইইউ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনের মধ্যে চুক্তির বিস্তারিত তুলে ধরে একটি যৌথ ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

২০২৫ সালের মার্চ পর্যন্ত অর্থবছরে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৩৬.৫ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ইইউ ইন্দোনেশিয়া, মেক্সিকো ও সুইজারল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। পাশাপাশি দক্ষিণ আমেরিকার জোট মারকোসুরের সঙ্গেও সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। অন্যদিকে ভারতও ব্রিটেন, নিউজিল্যান্ড ও ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে।

বিশ্লেষকদের মতে, এসব চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি বৈশ্বিক অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ও ইউরোপীয় দেশগুলোর ওপর বাণিজ্যিক চাপ দীর্ঘদিনের পশ্চিমা জোটে টানাপোড়েন সৃষ্টি করেছে।

ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল। এর ফলে দুই দেশের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গত বছর ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি ভেঙে যায়।

ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পাঁচ থেকে ছয় মাসের আইনি যাচাই-বাছাই শেষে ভারত–ইইউ চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর সম্পন্ন হবে। তিনি বলেন, “আমরা আশা করছি এক বছরের মধ্যেই চুক্তিটি কার্যকর হবে।”

 

সুত্র: রয়টার্স



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top