সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দল

রাজনীতি ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ১০:১০

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রোববার (১৮ জানুয়ারি) রাত ৭টায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দলের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রতিনিধি দল তাকে পাহাড়ি পোশাক পরিয়ে সম্মান জানায়।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৮ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং বিএনপি মহাসচিবের অনুমোদনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল’ গঠিত হয়।

বিগত সময়ে, বিএনপি চেয়ারম্যান লন্ডনে অবস্থানকালে এই দল ভার্চুয়ালি বৈঠক করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top