মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

চাঁদাবাজির অভিযোগে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৮:৩৭

সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজির তকমা লাগিয়ে নির্বাচন করা যাবে না। যারা এসব অভিযোগ তুলছে, প্রকৃত চাঁদাবাজি তারাই করছে। তিনি প্রশ্ন রাখেন, তাহলে চাঁদাবাজদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? যারা লাল কার্ড দেখানোর কথা বলছেন, ১২ তারিখে জনগণই তাদের লাল কার্ড দেখাবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, “আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি—এটিও নাকি আমার দোষ। এটাকে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কোথায় কী হয়ে যায়, সব দোষ যেন আমারই।” তবে তিনি স্পষ্ট করে বলেন, যত কথাই বলা হোক, তিনি কারও ফাঁদে পা দেবেন না এবং শান্তিপূর্ণভাবেই ভোট চাইবেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আমি আমার ভোট চাইবো, আপনারাও ভোট চান। কিন্তু এলাকার জন্য কী করেছেন আর কী করবেন—তা জনগণের সামনে তুলে ধরুন।”

নিজের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, তরুণ বয়স থেকেই তিনি ঢাকায় সক্রিয় রাজনীতি করেছেন। আন্দোলন-সংগ্রামের সময় এলাকার মানুষ তাকে সমর্থন দিয়েছে এবং পুলিশি হামলার সময় বিভিন্ন মার্কেটে আশ্রয় নিতে হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, অন্য প্রার্থীরা আন্দোলনে এমন ভূমিকা রেখেছে কি না।

সাবেক এই মন্ত্রী বলেন, নির্বাচনের সময় কিছু ‘অতিথি পাখি’ দেখা যায়, যারা ভোট শেষে আর এলাকায় থাকে না। তিনি বলেন, ১৯৯১ সাল থেকে তিনি জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন এবং বহুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার দাবি, কেউ বলতে পারবে না যে তিনি জনগণের পাশে ছিলেন না বা সাহায্য চাইতে এসে খালি হাতে ফিরে গেছে। তবে যা করতে পারবেন না, তার মিথ্যা আশ্বাস তিনি কখনো দেননি।

তিনি আরও বলেন, “কিছু নতুন মুখ আজ বড় বড় কথা বলছে। কয়জন মানুষের পাশে তারা দাঁড়িয়েছে? কয়জনের জানাজা বা বিয়েতে গেছে? অথচ দাবি করে—এলাকা তাদের।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মির্জা আব্বাস বলেন, ভাবটা এমন করা হচ্ছে যেন বিএনপি ক্ষমতায় রয়েছে এবং সব কিছুর দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে। তিনি দাবি করেন, দেশে এখন থেকেই অশান্ত পরিবেশ তৈরির ষড়যন্ত্র চলছে।

প্রচারণা শেষে মির্জা আব্বাস শাহজাহানপুর মালিবাগ প্রথম লেন থেকে মৌচাক মোড় হয়ে মালিবাগ মোড় ও রাজারবাগ পুলিশ গেট এলাকায় গণসংযোগ করেন। পরে ১১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল নির্বাচনী মিছিলে নেতৃত্ব দেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top