রাজধানীতে বুধবার যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৩

ছবি: সংগৃহীত

কেনাকাটার প্রয়োজনে রাজধানীতে প্রতিদিনই মানুষকে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে হয়। তবে হঠাৎ করে কোনো এলাকায় মার্কেট বা দোকানপাট বন্ধ থাকলে পড়তে হয় চরম ভোগান্তিতে। তাই বাইরে বের হওয়ার আগে জেনে নেওয়াই ভালো—বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

  • পাবলিক ওয়ার্কস সেন্টার

  • ইউনিটি প্লাজা

  • যমুনা ফিউচার পার্ক

  • নুরুনবী সুপার মার্কেট

  • ইউনাইটেড প্লাজা

  • কুশল সেন্টার

  • এবি সুপার মার্কেট

  • আমির কমপ্লেক্স

  • উত্তরার মাসকট প্লাজা

যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে

  • বারিধারা

  • সাঁতারকুল

  • শাহজাদপুর

  • নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২

  • কুড়িল

  • বসুন্ধরা আবাসিক এলাকা

  • মধ্য ও উত্তর বাড্ডা

  • জগন্নাথপুর

  • খিলক্ষেত

  • উত্তরখান

  • দক্ষিণখান

  • জোয়ার সাহারা

  • আশকোনা

  • বিমানবন্দর সড়ক

  • উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে কেনাকাটার আগে বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top