বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির কারনে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়েছে ভারত
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১২:২১
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে মোস্তাফিজকে স্কোয়াড থেকে রিলিজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর ফলে রেকর্ড দামে দল পেলেও এবারের আইপিএলে আর খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। তবে তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় দলে নেওয়ার ক্ষেত্রে কেকেআরকে অনুমতি দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছে বিসিসিআই।
এই সিদ্ধান্তের ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: যুগান্তর
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।