আধুনিক গোলকিপিংয়ের চাপে মার্তিনেজ, সেট-পিস রক্ষণে বাড়তি অনুশীলনে অ্যাস্টন ভিলা
কঠিন অনুশীলনে আর্জেন্টাইন গোলকিপার মার্তিনেজ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৩:১২
চেলসি ও আর্সেনালের বিপক্ষে ধারাবাহিক ভুলের পর আধুনিক গোলকিপিংয়ের কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। কর্নার কিক থেকে বল সামলাতে অনিশ্চয়তার কারণে টানা দুই ম্যাচেই প্রথম গোল হজম করেছে ভিলা, যা নিয়ে এখন বাড়তি অনুশীলনে ব্যস্ত এই বিশ্বকাপজয়ী কিপার।
ভিলা কোচিং স্টাফের সঙ্গে বিশেষভাবে হাই বল ও সেট-পিস পরিস্থিতি নিয়ে আলাদা করে কাজ করছেন মার্তিনেজ। চেলসির মাঠে পিছিয়ে পড়েও জয় পেলেও, আর্সেনালের কাছে ৪-১ ব্যবধানে হারের ফলে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে উনাই এমেরির দল।

গোলকিপারদের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে ভিন্ন এক বাস্তবতার কথা তুলে ধরেছেন ভিলা কোচ উনাই এমেরি। আধুনিক ফুটবলে গোলরক্ষকরা আগের মতো রেফারিদের সুরক্ষা পাচ্ছেন না বলেই মনে করেন তিনি। এ প্রসঙ্গে রসিকতার সুরে এমেরি বলেন,
“ভবিষ্যতে হয়তো আমাদের ২.২০ মিটার (৭ ফুট ২ ইঞ্চি) লম্বা গোলকিপার দরকার হবে। সম্ভব হলে বক্সিং গ্লাভসও পরতে হতে পারে।”
মার্তিনেজের বাড়তি অনুশীলনের কারণ ব্যাখ্যা করে এমেরি আরও বলেন,
“ফুটবল বদলাচ্ছে। কর্নার কিংবা লং থ্রোতে প্রতিপক্ষ গোলকিপারকে ধাক্কা দেয়, ব্লক করে—কিন্তু বেশির ভাগ সময়ই রেফারিরা ফাউল দিচ্ছেন না। এতে গোলকিপারদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।”
সেট-পিসে রক্ষণ নিয়েও আত্মসমালোচনা করেন ভিলা কোচ।
“দুই-তিনজন খেলোয়াড় মিলে কিপারকে আটকে দেয়—এটা এখন প্রায় সব ম্যাচেই দেখা যাচ্ছে। আমরাও চাইলে এমন কৌশল ব্যবহার করতে পারি, তবে সবার আগে আমাদের এসব পরিস্থিতিতে আরও ভালোভাবে মানিয়ে নিতে হবে।”

শেষ দুই ম্যাচে মার্তিনেজের এই দুর্বলতা নজরে এসেছে প্রতিপক্ষ কোচদেরও। আগামী শনিবার ভিলা পার্কে নটিংহাম ফরেস্টকে নিয়ে আসছেন শেন ডায়েচ, যেখানে সেট-পিস পরিস্থিতিতে ভিলার প্রস্তুতি বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।
সেট-পিস রক্ষণ ও আধুনিক গোলকিপিংয়ের এই চ্যালেঞ্জ অ্যাস্টন ভিলা কীভাবে সামলায়—সেদিকেই এখন তাকিয়ে ফুটবলপ্রেমীরা।
এনএফ৭১/এসআর
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।