শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

বিশ্বে করোনায় সুস্থ হয়েছেন প্রায় ২০ কোটি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৫

বিশ্বে করোনায় সুস্থ হয়েছেন প্রায় ২০ কোটি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০ হাজার ৮০৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ছয় লাখ ৮৬ হাজার ৩৮২ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫৪ হাজার ৭৯৯ জন।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৬৬ হাজার ২২৩ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি পাঁচ লাখ ৯৫ হাজার ৪৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ৭১২ জন।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: করোনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top