বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩, ০৯:২৭

সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কিছু অংশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার দুপুরে এটি আঘাত হেনেছে বলে জানিয়েছে ডন অনলাইন।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। এর কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তান। স্থানীয় ১২টা ৫৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছিল। এ ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: রাজশাহীতে ২৫ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪ এবং গভীরতা ছিল ৩২.৪ কিলোমিটার।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top