বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

পেশোয়ারে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৩, ০৫:১৮

পেশোয়ারে মসজিদে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে ও আহত হয়েছেন অন্তত ৯০ জন। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জনবহুল পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, হাসপাতালে এ পর্যন্ত প্রায় ৯০ জন আহতকে আনা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুত্বর।

আরও পড়ুন: বিদেশি ক্রিকেটার জোগাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিরা

পুলিশ কর্মকর্তা সিকান্দার খানের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মসজিদে যোহরের নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে অসংখ্যক মানুষ জড়ো হয়েছিলো। স্থানীয় সময় আনুমানিক ১.৪০ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মসজিদ ভবনের ছাদ ও দেয়ালের কিছু অংশ ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে, বিশেষত যারা নামাজের সময় সামনের সারিতে দাঁড়িয়ে ছিল।

তাৎক্ষনিক এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। বোমাটি হাসপাতালে রাখা ছিল নাকি এটি একটি আত্মঘাতি হামলা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top