বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

দেশীয় ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৩:৩৫

সংগৃহীত

নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। ২০২৫ সালের শেষ দিনে দেশটি স্বল্প-পাল্লার আধা-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’-এর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে এ পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এটি অস্ত্রব্যবস্থাটির ব্যবহারকারী মূল্যায়ন পর্বে একটি বড় মাইলফলক।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ওড়িশা উপকূলে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর), চাঁদিপুর থেকে এই পরীক্ষা পরিচালনা করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। একই লঞ্চার থেকে নিক্ষিপ্ত উভয় ক্ষেপণাস্ত্রই নির্ধারিত লক্ষ্য ও গতিপথ অনুসরণ করে সফলভাবে তাদের উদ্দেশ্য পূরণ করে।

বিবৃতিতে আরও বলা হয়, আইটিআরে মোতায়েন করা ট্র্যাকিং সেন্সরগুলোর মাধ্যমে ক্ষেপণাস্ত্রের পুরো উড্ডয়ন পথ নিশ্চিত করা হয়। লক্ষ্যবস্তুতে আঘাতের চূড়ান্ত পর্যায়টি সমুদ্রে মোতায়েন একটি জাহাজে থাকা টেলিমেট্রি সিস্টেমের মাধ্যমে যাচাই করা হয়।

প্রলয় একটি কঠিন জ্বালানিচালিত, স্বল্প-পাল্লার ও আধা-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে আধুনিক গাইডেন্স ও নেভিগেশন ব্যবস্থা সংযোজিত থাকায় এটি উচ্চমাত্রার নিখুঁততা বজায় রাখতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের ওয়ারহেড বহনে সক্ষম এবং ভিন্ন ভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে ব্যবহারযোগ্য।

হায়দরাবাদের রিসার্চ সেন্টার ইমারতের (আরসিআই) নেতৃত্বে ডিআরডিওর একাধিক গবেষণাগারের যৌথ উদ্যোগে প্রলয় ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি, অ্যাডভান্সড সিস্টেমস ল্যাবরেটরি এবং আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট।

উৎপাদন ও উন্নয়নে ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল) ও ভারত ইলেকট্রনিকস লিমিটেড (বিইএল) প্রধান অংশীদার হিসেবে কাজ করেছে। সর্বশেষ পরীক্ষায় সিস্টেম সমন্বয়ের দায়িত্বও এই দুটি প্রতিষ্ঠান পালন করে। পরীক্ষা চলাকালে ডিআরডিওর জ্যেষ্ঠ বিজ্ঞানী, ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর প্রতিনিধি এবং শিল্পখাতের অংশীদাররা উপস্থিত ছিলেন।

সফল পরীক্ষার জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও, ভারতীয় সেনা ও বিমানবাহিনী এবং শিল্প অংশীদারদের অভিনন্দন জানান। তিনি বলেন, প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল সালভো লঞ্চ এই ব্যবস্থার নির্ভরযোগ্যতা প্রমাণ করেছে।

ডিআরডিও চেয়ারম্যান ড. সমীর ভি কামাত বলেন, এই সাফল্য ইঙ্গিত দিচ্ছে যে খুব শিগগিরই প্রলয় ক্ষেপণাস্ত্র সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্তির জন্য প্রস্তুত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top