সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তি করব: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১৫:২২

ইন্টারন্যাশনাল ডেস্ক:

শুক্রবার (৯ অক্টোবর) মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রেডিও উপস্থাপক রাশ লিমব এর সাথে এক ফোন আলাপে জানান, ৩ নভেম্বর নির্বাচনে জিতলে এক মাসের মধ্যে ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তি স্বাক্ষর করবে ওয়াশিংটন।

তিনি বলেন, “মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হলে এক মাসের মধ্যে ইরানের সাথে আমাদের বড় চুক্তি হবে।”

গত আগস্টে ট্রাম্প জানিয়েছিলেন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে আসবে এবং তার নির্বাচনের এক মাসের মধ্যেই নতুন পারমাণবিক চুক্তি স্বাক্ষর করবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ বলেছিলেন,ইরান আলোচনায় রাজি তবে যে বিষয় ইতিমধ্যে শেষ হয়েছে তা পুনরায় আলোচনা করবেন না। কেবল ২০১৫ সালের পারমাণবিক চুক্তি কাঠামোতেই যুক্তরাষ্ট্রের সাথে কথা বলবেন।

এর আগে ১৪ আগস্ট জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি খসড়া প্রস্তাবে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছিল। যা জেসিপিওএ-এর আওতায় অক্টোবরে শেষ হওয়ার কথা।

এনএফ৭১/আর ওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top