• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রোহিঙ্গাদের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ২২:৪৯

রোহিঙ্গাদের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গাদের স্বনির্ভর করতে নানা উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ ‍জুলাই) সকালে রোহিঙ্গাদের হাতে সেই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

ভাসানচরে তখন মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। আর এর মাঝেই ওয়্যার হাউসের সামনে শুরু হয় উৎসবের আনন্দ। রোহিঙ্গা তরুণরাই প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভ্যান চালিয়ে মাঠে নিয়ে আসে।

এর মধ্যে ভ্যান গাড়ি যেমন রয়েছে, তেমনি রয়েছে সেলাই মেশিন, মাছ ধরার জাল, গরু-ছাগল, সেলুনের উপকরণ, কাঠ মিস্ত্রি ও ইলেকট্রিশিয়ানের যন্ত্রপাতি।

শরণার্থী বিষয়ক কমিশনের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, যদি এ জিনিসগুলো রোহিঙ্গারা পায়, তবে তাদের জীবিকার ব্যবস্থা হয়। এতে তাদের অনেক উপকার হয়। তাদের খাদ্যের যে যোগান, পুষ্টির যে যোগান, সেগুলো তারা কিনতে পারবে।

ভাসানচর আশ্রয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কমডোর রাশেদ সাত্তার বলেন, ৪ থেকে সাড়ে ৪ হাজার পরিবারকে যদি আমরা কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি, তবে এই ভাসানচরে যারা বসবাস করছে, তাদের সবারটাই কভার হবে। ইতোমধ্যে অর্ধেকের বেশি কভার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের তালিকায় রয়েছে অন্তত ১৩ রকমের উপকরণ। বাদ যায়নি গরু-ছাগলও। জীবিকার উৎস পেয়ে সবচেয়ে বেশি খুশি স্থানীয় তরুণরা। তারা বলেন, এসব উপহারে আমাদের অনেক উপকার হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top