• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ২৩:১০

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুর ১০ বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

আন্দোলনের সময় পোশাকশ্রমিকরা পোশাক কারখানায়ও ভাঙচুর চালায় বলে খবর পাওয়া গেছে। তবে মিরপুরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শ্রমিক-কর্মচারী লীগ নেতা।

গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি জানান, মিরপুরের ঘটনা গত কয়েকদিন থেকে বিচ্ছিন্নভাবে হচ্ছে। শ্রমিকদের দাবি দাওয়া থাকলে তা গঠনমূলকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পথ রয়েছে। আমরা সব সময় বলে আসছি, শ্রমিকদেরকে যাতে কোনো ব্যক্তি বা রাজনীতিতে ব্যবহার করতে না পারে। একটি স্বার্থবাদী গ্রুপ শ্রমিকদের দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য সব সময় সক্রিয় থাকে। মিরপুরের ক্ষেত্রে একই চিত্র উঠে আসছে।

তিনি আরও বলেন, আন্দোলনে শ্রমিক আহত বা প্রাণহানির বিষয়ে সব সময় গুজব ছড়ানো হয়। মিরপুরে ঘটনায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top