• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ভাড়া নিয়ে তর্কাতর্কি, ধাক্কা দিয়ে ফেলে যাত্রী হত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ০২:৫৯

ভাড়া নিয়ে তর্কাতর্কি, ধাক্কা দিয়ে ফেলে যাত্রী হত্যা

রাজধানী ঢাকার ওয়ারী জয়কালী মন্দির মোড়ে ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মো. ইরফান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রিন বাংলা বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করা হয়। মৃত ইরফানের সহকর্মী আব্দুল কাদের জানান, ইরফান নবাবপুরে একটি ইলেকট্রিকের দোকানে কাজ করতেন। তার বাসা ডেমরা এলাকায়। সকালে ডেমরা থেকে গ্রিন বাংলা বাসে করে নবাবপুরে যাচ্ছিলেন। বাসের কন্ট্রাকটরে সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কি হয় ইরফানের। এক পর্যায়ে বাসের কন্ট্রাকটর তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওয়ারী থানার পেট্রোল সাব-ইন্সপেক্টর (পিএসআই) আরাফাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কন্ট্রাকটর মোজাম্মেল তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। পরে স্থানীয়রা আটক করে মোজাম্মেলকে। পরে কৌশলে পালিয়ে যায় মোজাম্মেল। ইরফান ঢাকা মেডিকেলে মারা যান। মোজাম্মেলকে আটক ও গ্রিন বাংলা বাস জব্দ করতে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে ইরফানের মরদেহ।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top