• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রাজধানীর সড়ক

ডিএনসিসিতে আরও তিনটি ইউটার্ন চালু

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাতে আরও ৩টি ইউটার্ন চালু করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) তেজগাঁও সাতরাস্তা হতে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণ কাজ শেষ হওয়ায় তিনটি ইউটার্ন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

তেজগাঁও বিজি প্রেসের সামনে, নাবিস্কো/কোহিনুর কেমিকেল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি'র সামনের ইউটার্নগুলো যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। এ নিয়ে ডিএনসিসিতে ৬টি ইউটার্ন চালু হলো। এর আগে কাওলা ফ্লাইং একাডেমি, উত্তরা র‍্যাব-১ কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিম উদ্দিন মোড়ে ৩টি ইউটার্ন নির্মাণ করে ডিএনসিসি। 

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলী রেলস্টেশন, এবং বনানী ফ্লাইওভারের নিচে আরও ৪টি ইউটার্নের নির্মাণ কাজ এগিয়ে চলছে বলে নিউজফ্ল্যাশ৭১- কে জানিয়েছে উত্তর সিটি করপোরেশন। 

প্রকল্পের শুরুতে মোট ১১টি ইউটার্ন নির্মাণ করার পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাব সংলগ্ন এলাকার ইউটার্নটি প্রথম সংশোধনী প্রকল্পে বাতিল করা হয়। প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ২৪ কোটি ৮৩ লক্ষ টাকা ছিল। তবে প্রথম সংশোধিত প্রাক্কলিত ব্যয় ৩১ কোটি ৮০ লক্ষ ৯৭ হাজার টাকা।

ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম নিউজফ্ল্যাশ৭১-কে জানিয়েছেন, এই ইউটার্নগুলো চালু করার ফলে এই সড়কে যানজট আরও কমে যাবে, বাঁচবে যাতায়াতের সময়ও। ইউটার্নগুলো চালু হলে নগরীর ভোগান্তি কিছুটা হলেও কমে যাবে বলে আশার কথা শোনান উত্তরের নগরপিতা।

এনএফ৭১/আরআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top