আজ ষষ্ঠী: দেবী দুর্গার আগমনে শুরু দুর্গোৎসব

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বব্যাপী বাঙালি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আজ ষষ্ঠী তিথি থেকে শুরু হচ্ছে।

হিন্দু পুরাণ মতে, দুর্গাপূজার সঠিক সময় বসন্তকাল হলেও রামচন্দ্র, রাজা সুরথ ও বৈশ্য সমাধি শরৎকালে দেবীকে অসময়ে জাগিয়ে পূজা শুরু করেন। সেই থেকেই শরৎকালেই দুর্গাপূজা প্রচলিত হয়।

আজ দেবী দুর্গা ঘোড়ায় চড়ে ভক্তদের কাছে আগমন করবেন। সায়ংকালে বিহিত পূজার মাধ্যমে দেবী অধিষ্ঠিত হবেন। এর আগে সম্পন্ন হবে দেবীর বোধন। ষষ্ঠীতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়েই শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

শাস্ত্রকাররা বলেন, দুর্গা নামের অর্থ— ‘খের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দুর্গা।’ মহালয়ায় দেবীর আগমনের ঘণ্টা বাজে, আর বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানানো হয়। পূজা শেষ হয় মহাআরতির মাধ্যমে।

এ বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। করোনার পরিস্থিতি বিবেচনায় উৎসব-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সীমিত রেখে সাত্ত্বিক পূজায় অংশ নিতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top