সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা আগামীকাল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪

ছবি: সংগৃহীত

আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক বৈঠকের পর ২০২৬ সালের হজ প্যাকেজের বিস্তারিত ঘোষণা করা হবে। জানা গেছে, হাজীদের জন্য প্রাক নিবন্ধন ইতিমধ্যেই শুরু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ জুলাই থেকে হজের প্রাক নিবন্ধন শুরু হয়েছে এবং তা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রাক নিবন্ধনের জন্য হাজীদের ৩০,০০০ টাকা ফি জমা দিতে হয়েছে।

ভিসা প্রক্রিয়া শুরু হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং চলবে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত। ফ্লাইট শুরুর সময় নির্ধারিত হয়েছে ২০২৬ সালের এপ্রিলের শুরু থেকে, তবে হজের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

বৈঠকের পর জানা যায়, এবারের হজ প্যাকেজের দাম কিছুটা কমে আসতে পারে, কারণ বিমান ভাড়া আগের চেয়ে কম হয়েছে। ধর্ম মন্ত্রণালয় আগামীকাল ২০২৬ সালের হজের তিনটি প্যাকেজের মূল্য ঘোষণা করবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top