শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯

ছবি: সংগৃহীত

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে পূর্ণ উদ্দীপনায়। ষষ্ঠী পূজার পর আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) পালিত হচ্ছে মহাসপ্তমী। মূলত এই তিথি থেকেই দেবীর অন্নভোগ শুরু হয়, জাগ্রত হন দেবী দুর্গা এবং দশ হাতে দমন করেন অমঙ্গল ও অশুভ শক্তিকে।

সকালে নির্দিষ্ট সময়ে নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে দেবীর আরাধনা শুরু হয়। মন্ত্রোচ্চারণ, ধূপ ও আরতির মধ্য দিয়ে চলছে মহামায়ার বন্দনা।

মহাসপ্তমীর সকালে নবপত্রিকা স্থাপন করা হয়। কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান—এই নয়টি গাছের পাতা দিয়ে তৈরি হয় নবপত্রিকা। কলাগাছের সঙ্গে যুক্ত করে লালপাড় সাদা শাড়ি পরানো হয়, সাজানো হয় এক বধূর মতো। পরে প্রতিমার ডান পাশে দাঁড় করিয়ে পূজা করা হয়। এই নবপত্রিকাই প্রচলিতভাবে পরিচিত ‘কলাবউ’ নামে।

নবপত্রিকার প্রতিটি উদ্ভিদকে দেবী দুর্গার নয়টি বিশেষ রূপের প্রতীক হিসেবে ধরা হয়। নবপত্রিকা প্রবেশের পর অনুষ্ঠিত হয় দেবীর মহাস্নান, যা আয়নায় প্রতিফলিত প্রতিমার প্রতিবিম্বে বিভিন্ন উপাচারে সম্পন্ন হয়।

এবার দেবী দুর্গা এসেছেন গজে, অর্থাৎ হাতির পিঠে চড়ে। শাস্ত্রমতে এর অর্থ পৃথিবী ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। তবে দশমীতে দেবী বিদায় নেবেন দোলায় বা পালকিতে, যা মহামারি, মড়ক, ভূমিকম্প, খরা কিংবা অতিমৃত্যুর আশঙ্কার ইঙ্গিত বহন করে।

পূজার সময়সূচি

  • ২৯ সেপ্টেম্বর : মহাসপ্তমী

  • ৩০ সেপ্টেম্বর : মহাঅষ্টমী

  • ১ অক্টোবর : মহানবমী

  • ২ অক্টোবর (বৃহস্পতিবার) : মহাদশমী ও প্রতিমা বিসর্জন

এবার ঢাকায় ২৫৯টি মন্দির-মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গতবারের তুলনায় সাতটি বেশি। সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি—গতবারের তুলনায় প্রায় এক হাজার বেশি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top