আজ মহানবমী, দেবীর বিদায়ঘণ্টা শুরু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৩:১২

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ বুধবার (১ অক্টোবর) মহানবমী পালনের মধ্য দিয়ে শেষ প্রহরে পৌঁছালো। দেবীর বিদায়ঘণ্টা আজ থেকেই শুরু। বৃহস্পতিবার মহাদশমীর মাধ্যমে আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে এবারের দুর্গোৎসবের।
হিন্দু শাস্ত্রমতে, নবমীতে সকালে দুর্গার মহাস্নান, ষোড়শ উপচারে পূজা এবং বলিদান ও নবমী হোম অনুষ্ঠিত হয়। এদিন দেবীকে ১০৮টি নীলপদ্মে পূজা করার বিশেষ প্রথা রয়েছে। পূজা শেষে যথারীতি অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয়।
নবমী তিথির বিশেষত্ব হলো সন্ধিপূজা। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটে অনুষ্ঠিত এই পূজায় দেবী চামুন্ডার আরাধনা করা হয়। এ সময়ে ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো হয় এবং ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে।
মহানবরাত্রির এই আরাধনার মধ্য দিয়েই দেবীর বিদায়ের আভাস মেলে। যদিও সারা বছরের অপেক্ষিত এ উৎসব আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর থাকে, তবুও নবমীর পর থেকেই মর্ত্যলোক থেকে দেবীর বিদায় ঘণ্টা বেজে ওঠে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের বিভিন্ন এলাকায় সারাদিনই বৃষ্টি ঝরতে পারে।
এবার ঢাকায় ২৫৯টি মন্দির-মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গতবারের তুলনায় সাতটি বেশি। আর সারা দেশে পূজা হচ্ছে ৩৩ হাজার ৩৫৫টি মন্দির-মণ্ডপে—গতবারের তুলনায় যা প্রায় এক হাজার বেশি।
পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এবারের দুর্গা দেবীর আগমন হয়েছে গজে (হাতির পিঠে চড়ে) এবং আগামীকাল বৃহস্পতিবার বিজয়া দশমীতে দেবী কৈলাশে ফিরে যাবেন দোলা বা পালকিতে চড়ে। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।