বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিশ্বকাপ আগে মেসিকে নিয়ে যা বললেন সি আর সেভেন

রায়হান রাজীব | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০৬:৩৪

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি

আর একদিন পর ফুটবল বিশ্বকাপ। এর মধ্যেই ফুটবলের দুই মহানায়ককে নিয়ে উত্তাল খেলাপ্রেমীরা। সবাই জানতে চায় কে সেরা। বিশ্বকাপের ঠিক আগে এই প্রশ্নের মুখোমুখি হলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রশ্নটা করেছিলেন পিয়ার্স মর্গ্যান। উত্তরে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে জাদুকর বললেন সিআরসেভেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুটি নাম। তবে বাস্তবে দুজনের সম্পর্কটা কিন্তু বেশ উষ্ণ। কখনো একে অপরের প্রতি বিদ্বেষমূলক কথা শোনা যায়নি। বরং ইতিবাচক মন্তব্যে সীমাবদ্ধ থাকেন দুজন।

কখনো এক দলের হয়ে খেলা হয়নি বরং মুখোমুখি অবস্থানই বেশি। সেটি দেখা গেছে রিয়াল-বার্সার এল ক্লাসিকোতে। এখন আর তা দেখা যায় না। কারণ মেসি বার্সা ছেড়ে চলে গেছেন পিএসজিতে। রিয়াল ছেড়ে জুভেন্টাস ঘুরে রোনালদো এখন ম্যানচেস্টার ইউনাইটেডে।

মাঠে দুজনের মধ্যে সেরার লড়াই চলতে থাকলেও মাঠের বাইরে দুজনের সম্পর্কে যে সেই লড়াইয়ের প্রভাব নেই, সেটাই যেন স্পষ্ট করলেন সিআর সেভেন। কাতার বিশ্বকাপের আগে মেসিকে প্রশংসায় ভাসিয়ে রোনালদো বললেন, ‘মেসি দুর্দান্ত খেলোয়াড়। আমরা ১৬ বছর একই মঞ্চ শেয়ার করছি (ব্যালন ডি'অর)। তার সঙ্গে আমার সম্পর্কটা দারুণ। সে আমার ঠিক তেমন বন্ধু নয়, তবে মেসি আমার সতীর্থের মতো।’

এরআগে, রোনালদো প্রসঙ্গে মেসিও যেসব কথা বলেছেন তা খুবই ইতিবাচক। যা রোনালদোকে নাড়া দিয়েছে। সিআরসেভেন বলেন, ‘মেসি আমার সম্পর্কে যে ভাবে কথা বলে তাতে আমি সত্যিই ওকে শ্রদ্ধা করি। মেসি সম্পর্কে আমি আর কী বলব? দারুণ একজন মানুষ। ফুটবলকে অনেক কিছু দিয়েছে।’

গেল ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১০ বছর ব্যালন ডি’অর জিতেছেন মেসি অথবা রোনালদো। মেসি ব্যালন ডি’অর জিতেছেন সাতবার আর রোনালদো পাঁচবার।

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top