• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


১২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়ে তাক লাগিয়ে দেন ব্রাজিলের সমর্থকরা

নিশি রহমান | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ০৬:০১

ব্রাজিলের ১২শ' ফুট লম্বা পতাকা

কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় ইতোমধ্যে নানা অঘটন ঘটছে।প্রিয় দল নিয়ে সমর্থকদের মাঝে চলছে উৎসবের আমেজ। শহর থেকে গ্রাম, পথে-ঘাটে শোভা যাচ্ছে প্রিয় দলের পতাকা। তারই অংশ হিসেবে পাবনার প্রত্যন্ত এক গ্রামে ১২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়ে হৈ চৈ ফেলে দিয়েছে ব্রাজিলের সমর্থকরা। ব্রাজিলের সমর্থকদের আশা, নেইমারের হাতে উঠবে এবারের বিশ্বকাপ ট্রফি।

কিছুদিন আগে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থকরা ৬০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়ে আলোচনায় আসে। তবে ব্রাজিলের সমর্থকরা ১২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়ে তাক লাগিয়ে দেন।

ব্রাজিলের সমর্থক দি মোয়াজ ক্লাবের সভাপতি বলেন, তাদের প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমারকে ভালবেসে তারা এই পতাকা বানিয়েছেন।

ব্রাজিলের সমর্থকদের শুভ কামনা জানিয়েছে আর্জেন্টিনা সমর্থকরাও।তাদের এই উদ্যোগ ও ভালবাসাকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ।

বৃহস্পতিবার বিকেলে গ্রামের সড়কে পতাকা নিয়ে আনন্দ মিছিল করছেন ব্রাজিল সমর্থকরা। সবার কণ্ঠে ছিল ব্রাজিল আর নেইমারের শ্লোগান। পরে র‌্যালি করে গ্রামের সড়কের পাশে সবাই মিলে টাঙিয়ে দেন ব্রাজিলের ১২০০ ফুট দৈর্ঘ্যের পতাকাটি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top