• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


দলে কেন ৫ ওপেনার? জানতে চান সালাউদ্দিন

রাশেদ রাসেল | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৪১

ছবি: সংগৃহীত

আসন্ন শ্রীলঙ্কা ‍সিরিজের দল ঘোষণা করা হয়েছে সম্প্রতি। আর এই দল নিয়ে মোটেও খুশি নন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দল নিয় প্রকাশ্য সমালোচনা করেন সালাউদ্দিন।

তিনি বলেন,  ‘গতকাল বাংলাদেশ দল দেখলাম। আপনি দলে ৫ জন ওপেনার রাখছেন, মিডল অর্ডারে ২ জন ব্যাটার মনে হয় মাত্র। এর সম্ভবত সবাই মিডল অর্ডারে খেলবে। একটা সুবিধা আছে হয়তো, সব সময় বাংলাদেশ ওপেনিংই করবে, ১৬-১৭ ওভার ওপেন করবে, এটা একটা সুবিধা হতে পারে। তবে ঠিক জায়গায় ঠিক খেলোয়াড় নেওয়াটা খুব জরুরি।’

‘তারা কী বুঝে দল বানায়, আমি বুঝি না। আপনি যেটা বললেন, সেটাই হতে পারে। হয়তো রান দেখে...ওপরের দিকে অনেক রান করেছে। দলে নিয়ে নিয়েছি।’

এমন নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘কিন্তু একটা ছেলে যখন ৫ নম্বরে ব্যাট করে, সে ৫০ করবে না। সে ২০ রান করবে। হয়তো ৫ বলে ২০ রান করবে। দল জিতবে না হয় হারবে। ওইভাবে দলটা করলে ভালো হবে।'



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top