• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ছক্কার সেঞ্চুরি তামিমের!

রাশেদ রাসেল | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:১৭

ছবি: সংগৃহীত

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির আসর। বিপিএলে দেশের প্রথম ব্যাটার হিসেবে ১০০ ছক্কা হাঁকালেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

চলমান বিপিএলের ৩১তম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৭১ রান করেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এই ইনিংসের সুবাদে বিপিএলের ইতিহাসে দ্বিতীয় ও প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ ছক্কার মালিক হন তিনি।

তামিমের আগে বিপিএলে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৫২ ম্যাচের ৫২ ইনিংসে বিপিএলে সর্বোচ্চ ১৪৩ ছক্কা গেইলের। ৯৮ ম্যাচের ৯৭ ইনিংসে ১০৩ ছক্কায় এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন তামিম।

এছাড়া  যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৯৭টি ছক্কা মেরেছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। ৯৫ ছক্কা মেরে পরের স্থানেই আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top