• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিপিএল: গ্রুপপর্ব শেষে ব্যাটে-বলে এগিয়ে যারা!

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৪৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গ্রুপপর্বে ব্যাটে-বলে নিজেদের জাত চিনিয়েছেন বেশ কিছু ক্রিকেটার। এর মধ্যে দেশি ক্রিকেটারদের দাপট একটু বেশিই। রান তোলায় শীর্ষ ১০ জনের ৮ জনই দেশি, শীর্ষ পাঁচের ৪ জন। অবশ্য এর বড় কারণ, স্থায়ীভাবে বিদেশি ক্রিকেটারদের না থাকা। পুরো সময়ের জন্য খুব কম বিদেশি তারকাই খেলছেন। বল হাতে আরও বেশি উজ্জ্বল দেশিরা। উইকেট সংগ্রহে শীর্ষ দশের ৯ জনই বাংলাদেশি ক্রিকেটার।

রান তোলায় সবার ওপরে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ১২ ম্যাচে ৩২.৫৮ গড়ে ৩৯১ রান করেছেন তামিম। আসরে ২টি ফিফটি পাওয়া এই ক্রিকেটার রান তুলেছেন ১২৬.১২ স্ট্রাইকরেটে। ফাইনাল পর্যন্ত খেলতে পারলে এখনো তিনটি ম্যাচ পাবেন তামিম। দুইয়ে থাকা তাওহীদ হৃদয়ের রান ৩৮৩। ১২ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১টি ফিফটিতে এই রান করেন তিনি। তবে স্ট্রাইকরেটের দিক দিয়ে বেশ এগিয়ে তিনি, রান করেছেন প্রায় ১৫০ স্ট্রাইকরেটে।

রান তোলায় তিনে আরেক তরুণ চট্টগ্রামের তানজিদ হাসান তামিম। ১১টি ম্যাচে ৩৮২ রান করেছেন জুনিয়র তামিম। শীর্ষ পাঁচে একমাত্র বিদেশি হিসেবে আছেন টুর্নামেন্টে মাত্র ১টি জয় পাওয়া দুর্দান্ত ঢাকার ব্যাটার অ্যালেক্স রস। ১১ ম্যাচে ৩৫২ রান করেছেন তিনি। শীর্ষ পাঁচের শেষ ব্যাটার মুশফিকুর রহিম। ১২ ম্যাচে ২৮.৫৪ গড়ে ৩১৪ রান করেছেন তিনি। শীর্ষ দশে থাকা বাকিরা হলেন, মোহাম্মদ নাঈম শেখ (ঢাকা), এনামুল হক বিজয় (খুলনা), লিটন দাস (কুমিল্লা), আফিফ হোসেন (খুলনা) ও টম ব্রুস (চট্টগ্রাম)।

১২ ম্যাচে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন বিদায়ী দল ঢাকার পেসার শরিফুল ইসলাম। শীর্ষ পাঁচের তিনজনই রংপুরের। ১৭ ও ১৫ উইকেট নিয়ে পরের দুইটি স্থানে আছেন রংপুরের সাকিব আল হাসান ও মেহেদী হাসান। ১৪ উইকেট নিয়ে চট্টগ্রামের বিলাল খান চারে। শীর্ষ দশে একমাত্র বিদেশি তিনিই। পাঁচ নম্বরে রংপুরের পেসার হাসান মাহমুদ।

শীর্ষ দশে থাকা বাঁকি পাঁচজন ক্রিকেটার হলেন- তাসকিন আহমেদ (ঢাকা, ১৩ উইকেট), তানভির ইসলাম (কুমিল্লা, ১২ উইকেট), মোস্তাফিজুর রহমান (কুমিল্লা, ১১ উইকেট), তানজিম হাসান সাকিব (সিলেট, ১১ উইকেট) ও শহিদুল ইসলাম (চট্টগ্রাম, ১১ উইকেট)।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top